সবচেয়ে সমস্যায় আছে দেশের নিম্ন আয়ের মানুষ : পরিকল্পনামন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২২, ১:২৯:১৭ অপরাহ্ন
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে সমস্যায় আছে দেশের নিম্ন আয়ের মানুষ। আমাদের প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য কাজ করছেন। মাসখানের মধ্যে সৃষ্ট সমস্যাগুলো কেটে যাবে।
মন্ত্রী বলেন, ‘তেল-গ্যাস আল্লাহ সৌদি-কুয়েতকে দিয়েছেন। আমাদের দেন-নি। আমাদের দিয়েছেন কোটি কোটি শ্রমিক। এসব শ্রমিক পৃথিবীজুড়ে কাজ করে অর্থ আয় করছে। তাঁদের আয়ে আমরা উন্নয়নে এগিয়ে যাচ্ছি।’
মন্ত্রী শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার মোমিনপুরে মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশও গত এক মাস যাবত কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এসব আমরা লুকাইনা। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সাহসী মানুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে ধীরে ধীরে এসব সমস্যা সমাধান করে এগিয়ে যাচ্ছে দেশ’
‘এরই মধ্যে ডলারের দাম তেল-চালসহ অন্যান্য জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।’
তিনি বলেন, ‘একটি মহল দেশে নানা কুৎসা রটাচ্ছে। একবার বলে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আরেকবার বলে ডলারের দাম বেড়ে আসমান ফেটে যাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শেষ হতে গেল আওয়ামী লীগ ও শেখ হাসিনা।
‘যখন ডলার, তেলসহ জিনিসপত্রের দাম কমে যায় তখন তাঁদের মন খারাপ। কোনো অপ্রচারে কাজ হচ্ছে না । তারা এখন ডুবি গেছে নদীতে।’
মেসার্স নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশনের চেয়ারম্যান যুক্তবাজ্য প্রবাসী ফরিদ নাবিরের সভাপতিত্বে আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন. সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ।