আমদানির কথা মন্ত্রী বলায় ডিমের দাম কমছে, জরিমানাও করা হচ্ছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২২, ১১:১৩:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: বাণিজ্যমন্ত্রী ডিম আমদানির কথা বলায় আজ সারাদেশে ডিমের হালি ১০/১৫ টাকা কমে গেছে। গতকালও সারা দেশে ডিমের হালি ৫৫/৬০ বিক্রি হয়েছে। আজ বিক্রি হচ্ছে ৪৫/৫০ টাকা হালি।
ওদিকে ডিমের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাজধানীতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে কারওয়ান বাজারে অভিযান শুরু করে সংস্থাটি।
ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়, ডিমের বাজারে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে। এর সঙ্গে জড়িত ডিম ব্যবসায়ী সমিতি।
অভিযানে ডিমের মূল্য নির্ধারণে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুইটি ডিমের আড়ত মালিককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।




