সৌদি আরবে পাবলিক প্লেসে উচ্চস্বরে কথা বললে ১০০ রিয়াল জরিমানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০২২, ২:০৫:৪০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: কোনো ব্যক্তির চিৎকারের কারণে জনসমাগমস্থলে ভিজিটরেরা ভীত হয়, শালীনতা লঙ্ঘন হয়, মানুষ বিপদে পড়ে এমন আচরণ করলে ১০০ রিয়াল জরিমানার ব্যবস্থা রেখে আইন পাশ করেছে সৌদি আরব সরকার।
সৌদি পাবলিক ডেকোরাম সোসাইটির ভাইস প্রেসিডেন্ট খালেদ আবদুল করিম বলেছেন, কেউ যদি রাজ্যের পাবলিক প্লেসে অন্যদের ক্ষতি করে এমন চিৎকার করেন, তাকে ১০০ রিয়াল জরিমানা করা হবে।
তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ পাবলিক ডেকোরাম আইন লঙ্ঘন সম্পর্কিত বিধানগুলো অনুমোদন করেছে। এটি বিভিন্ন ধাপ অতিক্রম করার পরে, যেমন শুরা কাউন্সিল, বিশেষজ্ঞদের ব্যুরো দ্বারা রিভিয়্যু করে, মন্ত্রী পরিষদের অনুমোদন দেয়া হয়।’
আব্দুল করিম উল্লেখ করেছেন, বিধানের পঞ্চম ধারাতে বলা হয়েছে যে জনসমাগমস্থলে কণ্ঠস্বর উচ্চ করা বা এমন কোনও কাজ করা যা দর্শনার্থীদের ক্ষতি করে বা ভয় দেখায় বা তাদের বিপদে ফেলে দেয়, জনসাধারণের শালীনতাবোধের লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় এমন আচরণের জন্যে ১০০ রিয়াল জরিমানা করা হবে। আরবি আল ওয়াতান সংবাদপত্রের বরাতে ইংরেজি সৌদি গেজেট এ খবর প্রকাশ করেছে গতকাল।




