মেজরটিলায় লেগুনার ধাক্কায় অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২২, ১১:৩১:২৪ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট শহরতলীর মেজরটিলায় রাস্তা পার হওয়ার সময় লেগুনার ধাক্কায় দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন নিহত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহঃ) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাত সোয়া ১০টার দিকে অধ্যক্ষ আওলাদ মেজরটিলা শ্যামলী আবাসিক এলাকার সম্মুখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লেগুনা তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের গাড়িতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, দুর্ঘটনার পর পরই চালক লেগুনা নিয়ে পালিয়ে গেছে। পুলিশ লেগুনাটি উদ্ধার ও চালকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।




