হোয়াটসএ্যাপের নতুন ফিচার: মেসেজ ডিলিটের সময়সীমা ২ দিন ১২ ঘণ্টা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০২২, ৫:২৪:২৭ অপরাহ্ন
অনুপম প্রযুক্তি ডেস্ক: মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে নতুন তিনটি ফিচার। ফিচারগুলো বর্তমানে পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই যা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে রোল আউট করা শুরু হবে।
তিনটির একটি হলো, ভুল করে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে দিলে সেই মেসেজ দুই দিন পর্যন্ত ডিলিট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। একটি টুইটে এই ফিচার নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ। কোন মেসেজ সেন্ড করার পর পরবর্তী ২ দিন ১২ ঘণ্টা পর্যন্ত সেই মেসেজ ডিলিট করার সময় পাওয়া যাবে। শুধু টেক্সট মেসেজ নয়, ছবি এবং ভিডিও এর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে।