রাজধানীতে বিএনপির শোডাউন বহুদিন পর, ফখরুল বললেন যুদ্ধ শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ৪:৩৮:৫৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর বিএনপি রাজধানীতে শোডাউন করেছে গতকাল। বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা-কর্মী এতে অংশ নেন। রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন। নয়াপল্টন এলাকার ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
সরকার হটাতে দলীয় নেতা-কর্মীদের ‘রাজপথ দখলে’র প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংগ্রাম শুরু হয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। লড়াই শুরু হয়ে গেছে। এ লড়াই দেশ বাঁচানোর লড়াই। গণতন্ত্র মুক্তির লড়াই। এ লড়াই আমাদের প্রাণের লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই। এ লড়াই বাংলাদেশকে রক্ষা করার লড়াই।
সমাবেশস্থল ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় প্রিজন ভ্যান, জলকামান ও সাজোয়া যান। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করে। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, সমাবেশ ঘিরে পল্টন ও আশপাশের এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।




