ওসমানী বিমানবন্দর ব্যবহার করতে পারবে ভারতের বিভিন্ন রাজ্য: সিলেটে পর্যটন প্রতিমন্ত্রী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২২, ৯:২১:০১ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের পাশের ভারতের সেভেন সিস্টারসহ আশপাশের অঞ্চলের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে, জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
তিনি বলেন, ভারত, চীন, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগের শক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে সরকার। এ নিয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে কথাও হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে সিলেটে বঙ্গবন্ধু আইসিটি পার্ক পরিদর্শন শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, শিগগিরই ঢাকা থেকে চীনে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ইতিমধ্যে এ সংক্রান্ত সকল অনুমোদনের কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, চীনের পাশাপাশি দ্রুত ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা করারও পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান।
যাত্রীসেবা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আকাশ পথে যাত্রীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। অবকাঠামোগত দুর্বলতার জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে শিগগিরই যাত্রীরা তাতের কাঙ্খিত সেবা পাবেন।




