কমলগঞ্জ: ২২ চা-বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২২, ৯:০৩:০৪ অপরাহ্ন
সংবাদদাতা: মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মনু-দলই ভ্যালী কার্যকরি পরিষদের উদ্যোগে ২ ঘন্টা করে কর্মবিরতি পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে কমলগঞ্জ উপজেলার ২২টি চা-বাগানের শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার সামনে অবস্থান করে কর্মবিরতি পালনসহ প্রতিবাদ সভা করেছেন।
শমশেরনগর চা বাগান কারখানার সামনে মনু-দলই ভ্যালীর সাধারণ সম্পাদক নির্মল পাইনকার নেতৃত্বে বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি-সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের অংশগ্রহনে কর্মবিরতি পালন করা হয়। এর পর পর্যায়ক্রমে কমলগঞ্জ উপজেলার মাধবপুর চা বাগানসহ উপজেলার বিভিন্ন চা বাগানে চা শ্রমকিরা কর্মবিরতি পালনসহ প্রতিবাদ সভা করে।
অন্যদিকে চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর নেতৃত্বে সকাল ৮টায় মিরতিংগা চা বাগার কারখানার সামনে অবস্থান নিয়ে চা শ্রমিকরা কর্মবিরতি পালনসহ প্রতিবাদ সভা করে। এর পর দেওড়াছড়া চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে মনু ধলাই ভ্যালীর সভাপতি ধনা বাউরী জানান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে মঙ্গলবার থেকে কমলগঞ্জের ২২টি চা বাগানে ২ ঘণ্টা কর্মবিরতি চলছে।
তিনি আরও বলেন, ‘৩ দিনের মধ্যে তাদের দাবি না মানা হলে দেশের সব বাগান একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।’
এদিকে গত রোববার সকালে কমলগঞ্জ উপজেলা সদরে মনু-দলই ভ্যালীর অফিসে মনু ধলাই ভ্যালির কার্যকারি পরিষদের সভাপতি ধনা বাউরী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাহী উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরি।
সভায় বক্তারা ঘোষণা দিয়েছিলেন, মজুরি বোর্ডের কাছে তাদের প্রস্তাব হলো দৈনিক মুজুরি ৩০০ টাকা নূন্যতম করতে হবে আর মজুরি বোর্ডের যে ১২০ টাকা করে যে চূড়ান্ত করেছে বা গেজেটের অপেক্ষায় সেটার নিন্দা জানান। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার নিজ নিজ বাগানে পঞ্চায়েত কমিটির সভাপতির নেতৃত্বে দ্বি-পাক্ষিক শ্রমচুক্তি বিলম্বিত হবার প্রতিবাদে ২ ঘন্টার কর্মবিরতিসহ প্রতিবাদ সভা করবে। যদি প্রতিবাদ সভায় কোন সমাধান না আসে তাহলে পরবর্তীতে সারাদেশে চা শ্রমিকরা কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে নেতারা জানান।