পোশাক রফতানি বেড়েছে ৬০% যুক্তরাষ্ট্রের বাজারে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২, ১:৩৫:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই দেশের পোশাক খাতে একটি সুখবর হল, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৬০ শতাংশের বেশি।
২০২১ সালের জানুায়ারি-জুলাই সময়ের চেয়ে ২০২২ সালের একই সময়ে এই রফতানি বেড়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)’র এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানি বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও সামনের দিনে রফতানি কমে যাওয়ার আশঙ্কাকে এখনই উড়িয়ে দিচ্ছে না এই খাতের উদ্যোক্তারা।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতনিকারক সমিতির (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘আমাদের পোশাক পণ্য রফতানির প্রধান গন্তব্য ইউরোপ। যুক্তরাষ্ট্রে পোশাক পণ্যের রফতানি বাড়ার কারণ হচ্ছে করোনার পর সেখানে চাহিদা বেড়েছে। করোনার সময় বেশিরভাগ শোরুম বন্ধ ছিল। ফলে করোনার পর তারা ক্রয় বাড়িয়েছে। আবার চীনে যে অর্ডার যেত সেইসব অর্ডারও আমাদের দেশে এসেছে। বিষয়টি খুবই ইতিবাচক।’
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘পোশাক খাতের রফতানি আয় কমে যাওয়ার আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, লোডশেডিং বেড়েছে, এসব কারণে ফ্যাক্টরিও বন্ধ রাখতে হচ্ছে। বায়াররা কাজ দিলেও আমরা হয়তো করতে পারব না। জ্বালানির দাম বাড়ায় আমাদের উৎপাদন খরচ বাড়বে। আবার উৎপাদনও কমবে। সবমিলিয়ে ভবিষ্যতে রফতানি আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর সব কিছু নির্ভর করছে দেশে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ পরিস্থিতির উপর।’




