মিশিগানে মোটর সিটি চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ১ সেপ্টেম্বর শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২২, ১২:০৫:০৫ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র: জমকালো আয়োজনে যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হচ্ছে মোটর সিটি চ্যাম্পিনশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ আগামী ১ সেপ্টেম্বর। টুর্নামেন্টটি ৪ সেপ্টেম্বর শেষ হবে। আবহাওয়ার কারণে নক আউট পর্বের খেলা সম্পন্ন করা না গেলে ৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।
২০২২ সালের মটর সিটি টুর্নামেন্ট উপলক্ষে গত শুক্রবার রাতে মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আড্ডা রেস্টুরেন্টে আয়োজকদের পক্ষ থেকে এক সাংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন এমসিসির সভাপতি মোশারফ চৌধুরী চৌধুরী লিটু। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমসিসির সাধারণ সম্পাদক তায়েফুর রহমান (বাবু)। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রাসেল, আমিন রিয়েলিটির প্রধান নির্বাহী সৌমিক আমিন, প্রেট্রা টাইটেল-এর প্রধান নির্বাহী সুভা আমিন, এমসিসি-এর অন্যতম প্রতিষ্ঠাতা ইফতেখার আহমেদ।
ওয়ারেন এবং ডেট্রয়েট শহরের ৪টি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ৪ দিনের টুর্নামেন্টে যে ১০টি দল অংশগ্রহণ করবে এর মধ্যে এশিয়া ইউনাইটেড, মিশিগান চিতাস, মিশিগান রেপটরস, ডেট্রয়েট রয়্যালস, মোটরসিটি ইউনাইটেড, টার্মিনেটরস সিসি, লন্ডন রাইডার্স, জর্জিয়া টাইগার্স, বাংলাদেশ টাইগার্স, এবং ফ্রেন্ডস ইউনাইটেড।
এবারের টুর্নামেন্টে প্রাইজ মানি ধরা হয়েছে ৫৫ হাজার ইউএস ডলার।
টুর্নামেন্টে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটারাও অংশ নিবেন।




