ওসমানীনগর প্রবাসী ট্রাজেডি: জানাজা শেষে বাবা ও ভাইয়ের পাশে চিরনিদ্রায় সামিরা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ১০:২১:১৬ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ওসমানীনগরে অচেতন অবস্থায় উদ্ধারের পর মারা যাওয়া প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে সামিরার জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বাবা-ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
এর আগে বিকাল সোয়া ৫টায় দয়ামীর ইউনিয়নের পারকুল মাদরাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
ময়না তদন্ত শেষে শনিবার বেলা আড়াইটার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
ওসমানীনগরের দয়ামির ইউনিয়নে শনিবার বিকেলে সামিরার লাশ নিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন মা–ভাইসহ স্বজনেরা
এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সামিরা। ঘটনার পর ১১ দিন হাসপাতালে অচেতন অবস্থায় নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। এর আগে সামিরার বাবা রফিকুল ইসলাম ও ভাই মাইকুল ইসলাম মারা যান।




