জুড়ী মানব সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২২, ৯:২৩:৫৬ অপরাহ্ন
সংবাদদাতা: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ‘মানব সেবা ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বৃহস্পতিবার উক্ত সংগঠনের ১৫ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে রেজাউল করীম রাজিবকে সভাপতি ও জুনেদ আহমদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অন্যান্যের মধ্যে সহ-সভাপতি হলেন শাহাব উদ্দিন আহমেদ, আহমেদ নয়ন নাহিদ ও এ রব জীবন। যুগ্ম সাধারণ সম্পাদক রকি মিয়া, তানজির হোসেন শিপলু ও স্বাধীন আহমদ, সাংগঠনিক সম্পাদক ঝুমন আহমদ কালা, সহ-সাংগঠনিক সম্পাদক রাফি আহমদ, অর্থ সম্পাদক সাব্বির আহমদ, সহ-অর্থ সম্পাদক আদনান আহমদ, দপ্তর সম্পাদক এমরান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদয় আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল সাদিক। অর্ধ শতাধিক তরুণের সমন্বয়ে সংগঠনের যাত্রা শুরু হয়।