বড়লেখা: মুড়াউল স.প্রা. বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২২, ৭:১৩:৫৬ অপরাহ্ন
তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় সমাজকর্মী সমন্বয়ক ফোরামের প্রধান পৃষ্টপোষক ফ্রান্স প্রবাসী মোঃ হেলাল উদ্দিন ও মানবকল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ২টায় আয়োজিত অনুষ্ঠানে মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনারা বেগমের সভাতিত্বে ও সহকারি শিক্ষক জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি ছিলেন মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ বদরুল ইসলাম, সদস্য মোঃ শামিম আহমদ, বড়লেখা সমাজকর্মী সমন্বয়ক ফোরামের পৃষ্ঠপোষক ফ্রান্স প্রবাসী মোঃ হেলাল উদ্দিন, মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলজার হোসেন হাসান, তারাদরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জিত দেব নাথ, সহকারি শিক্ষক মোঃ দেলোওয়ার হোসেন, সহকারি শিক্ষক ইমিলী রাণী দাস, সহকারি শিক্ষক অর্চনা দাস, টিম ফর কোভিড ডেথের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল মতিন, কবির আহমদ এবং মানবকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দসহ প্রমুখ।


