মায়ের জন্য পাত্র চেয়ে ছেলের বিজ্ঞাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২২, ১২:৫২:১৯ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: প্রথা ভেঙে নিজের মায়ের বিয়ের উদ্যোগ নিয়েছেন ঢাকার কেরাণীগঞ্জের মোহাম্মদ অপূর্ব নামে এক সন্তান। সম্প্রতি ফেসবুকে নিজের মায়ের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করে পোস্ট দিয়েছেন অপূর্ব।
তিনি লিখেন, তার বাবার মৃত্যুর পর তার মায়ের বাকি জীবন চলার পথে একজন সঙ্গী চান। মানানসই হিসেবে সাদামাটা ও নামাজী মানুষ চান তিনি।
তিনি বলেন, ‘আম্মু এখনো ইয়াং; বাকি জীবনটা কাটানোর জন্য তার একজন জীবনসঙ্গী দরকার। এমন একজন মানুষ দরকার যে সুখ-দুঃখে আম্মুর পাশে থাকবে। আর আম্মুর বিয়ের ব্যাপারে আমার ভাই-ভাবিরও কোনো আপত্তি নেই।’
অপূর্ব বলেন, মানুষের কথায় আমাদের কোনো কিছু যায় আসে না। কারোর জন্য কারো জীবনই থেমে থাকে না।




