আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২২, ৯:৩৫:৪২ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৭ জনের।
মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯৪ জনের। এছাড়াও করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ পাঁচ হাজার ৯৯৩ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৬৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন। এছাড়াও একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার আটটি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ১৫টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ।
মৃত ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন।




