সুনামগঞ্জ: মুরগির ওজন নিয়ে বিবাদ, স্ত্রীকে পিটিয়ে হত্যা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০২২, ১২:৪০:৩৩ অপরাহ্ন
সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগরে মুরগির ওজন নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) রাতে উপজেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের বাংগালভিটা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম রুজালি সাংমা (৪৫)। আটক স্বামীর নাম আবেল সাংমা (৫০)।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, আবেল সাংমা শনিবার রাতে স্থানীয় বাজার থেকে একটি মুরগি কিনে বাড়ি নিয়ে যান। এক পর্যায়ে স্ত্রীর সঙ্গে মুরগির ওজন নিয়ে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছালে স্ত্রীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন স্বামী। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি মধ্যনগর থানা পুলিশকে জানালে রাতেই আবেল সাংমাকে আটক করে পুলিশ।
মধ্যনগর থানার ওসি জাহিদুল হক নাজমুল বলেন, ‘গভীর রাতে খবর পেয়ে বৈরী আবহাওয়ায় ঘটনাস্থলে ফোর্স নিয়ে যাই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে তাদের মধ্যে মুরগী নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এই ঘটনা ঘটে। স্বামীকে আটক করতে সক্ষম হয়েছি। স্ত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরে পাঠানো হচ্ছে।’