বার্মিংহামে আজ শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২২, ৯:২৬:১১ অপরাহ্ন
লন্ডন অফিস: বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়াম কমনওয়েলথ গেমসআনন্দ উৎসবে মেতে উঠবে আজ। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠান মনোমুগ্ধকর হবে- আশাবাদী আয়োজকরা।
এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইংল্যান্ড তথা যুক্তরাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। গেমসের রীতি অনুযায়ী রানি এলিজাবেথের উদ্বোধন করার কথা থাকলেও তিনি আসছেন না। রানির পরিবর্তে প্রিন্স চার্লস বার্মিংহাম গেমসের উদ্বোধন করার জন্য থাকছেন।
‘সবার জন্য খেলা’ মূলমন্ত্রে ৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো-সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ, ভলিবল, বক্সিং, টি ২০ ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি।
১৯৩০ সালে ‘মানবতা-সমতা-লক্ষ্য’ মন্ত্র নিয়ে শুরু হয়েছিল ব্রিটিশ-এশিয়ার গেমস, ১৯৫৪ সালে ব্রিটিশ-এশিয়ার ও কমনওয়েলথ গেমস নামকরণ হয় গেমসটির। ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নামে আবার নামকরণ হয়। ১৯৭৮ সালে স্থায়ী নামকরণ হয় কমনওয়েলথ গেমস।
১৯৩০ সালে হ্যামিলটনে শুরু হওয়া এই গেমসে এরই মধ্যে আভিজাত্যের লেবাস লেগেছে। ওই বছরই শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল। কালের পরিক্রমায় গেমসের ২১তম আসরের সফল সমাপ্তি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে দুবার আলোর মুখ দেখেনি এই গেমস।
তৃতীয়বারের মতো ইংল্যান্ডে বসছে কমনওয়েলথ গেমসের আসর। ১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যানচেস্টারের পর ইংল্যান্ডের বার্মিংহামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই গেমস। তবে যুক্তরাজ্যে এ নিয়ে সপ্তমবারের মতো বসছে কমনওয়েলথ গেমসের আসর।



