আরও ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬২৬
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২২, ৬:১২:৫৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬২৬ জন।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮০ জনের। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৮৯ জন পুরুষ, ১০ হাজার ৫৯১ জন নারী আছেন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৮৩৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৯ হাজার ১৬২টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ৬ দশমিক ৮৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।