ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য গণের শপথ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০২২, ১২:১৪:১৭ অপরাহ্ন
মুরাদ হোসেন, পাবনা: আলোচিত ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য গণের শপথ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলা প্রাশাসনের আয়োজনে উপজেলা পরিষদের শেখ শহীদুল্লাহ বাচ্চু স্মৃতি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাহামিনা আক্তার রেইনার সভাপতিত্বে এই শপথ বাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা এসিলেন্ড কাউসার হাবিব, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার আহমেদ, ওয়াজেদ আলী প্রমুখ।
শপথ গ্রহণ করেন ভাঁড়ারা ৯ সদস্য তারা হলেন,১নং ওয়ার্ড সদস্য মোঃ ইসলাম প্রমানিক,২নং ওয়ার্ড সদস্য মোঃ বাদশা আলমগির,৩নং ওয়ার্ড সদস্য আলিমুজ্জামান লেলিন,৪নং ওয়ার্ড সদস্য কুরবান আলী খান,৫নং ওয়ার্ড সদস্য সামসুল সরদার,৬নং ওয়ার্ড সদস্য মুকাই সরদার, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ সাইদুল ইসলাম,৮নং ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম,৯নং ওয়ার্ড সদস্য মোঃ শহিদুল ইসলাম, ১,২,৩নং ওয়ার্ড সদস্য মোছাঃ হেলেনা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ড সদস্য হাসিনা খাতুন,৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য হাজেরা খাতুন।