ফেঞ্চুগঞ্জ: ঘিলাছড়ায় সজল বিশ্বাসের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২২, ৮:৪৬:২৭ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের মোকামবাজারের একটি দোকানের কর্মচারী সজল বিশ্বাসের হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালিত হয়েছে শুক্রবার ২২ জুলাই।
এতে অংশ নেন উপজেলার ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রবিন্দ্র কুমার নাথ, ইউপি সদস্য কয়ছর আহমেদ, কবির উদ্দিন রাসেল, সমাজসেবী রুকুনুজ্জামান চৌধুরী, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক বিজন দেবনাথ প্রমুখ।
উল্লেখ্য, প্রতিদিনের মতো গত বুধবার রাতে দোকানের ভেতরেই ছিলেন সজল। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ চিৎকার-চেঁচামেচির শব্দে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জেগে ওঠেন। পরে তাঁরা নিশী বাবুর দোকানটি খোলা দেখে সেখানে গিয়ে দেখেন সজল বিশ্বাসের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সেদিন রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সজল বিশ্বাসকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, সজল বিশ্বাস হত্যাকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে আটক করেছে। ওই রাত থেকেই পুলিশের অভিযান চলমান। দ্রুততম সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করা যাবে বলে আশা করছেন তিনি।
গ্রেফতারকৃতরা হলেন- ঘিলাছড়ার ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের মজম্মিল আলীর ছেলে আতিক (২৫), একই গ্রামের রহমত আলীর ছেলে জিপু (২১), মধ্য যুধিষ্ঠিপুরের কামাল মিয়ার ছেলে জুবেল (১৭), মৌলভীবাজার জেলার বড়লেখা গ্রামের মৃত দছির আলীর ছেলে শাকিল (১৯) ও মিয়াধন মিয়ার ছেলে সুমন আহমেদ (২২)।
অভিযানে অংশ নেওয়া ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেফতারকৃতরা দোকান চুরি করতে গিয়ে সজল বিশ্বাসকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।



