ঋষি এগিয়ে ১৩৭, লিজ ট্রাস ১১৩, কে হচ্ছেন নতুন বৃটিশ প্রধানমন্ত্রী?
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২২, ৬:৫০:৪৭ অপরাহ্ন
লন্ডন অফিস: প্রতিযোগিতা ঠেকলো এসে দুইজনে এখন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হবেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ও লিজ ট্রাস।
প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি কে হবেন, তা নির্বাচন করতে বুধবার পঞ্চম দফায় ভোট দিলেন ক্ষমতাসীন কনজারভেটিভ (টরি) পার্টির এমপিরা।
এই দফাতেও সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। এখন তাঁর প্রধানমন্ত্রী নির্বাচিত হতে হলে প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসকে পরাজিত করতে হবে। আর এটা করতে পারলে যুক্তরাজ্য প্রথমবারের মতো ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে পাবে।
বুধবার (২০ জুলাই) পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৩৭ এমপির ভোট পেয়েছেন ঋষি সুনাক। নিকট প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস পেয়েছেন ১১৩ ভোট। ১০৫ ভোট পেয়েও চূড়ান্ত প্রার্থীর তালিকা হতে বাদ পড়ে গেলেন পেনি মর্ডান্ট।
১২ই জুলাই থেকে শুরু হওয়া এই নির্বাচন প্রক্রিয়া ৫ই সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত এই দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে কনজারভেটিভ পার্টির এক লক্ষ ষাট হাজার সদস্য ভোট দেবেন।
বিজয়ী নেতা ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।




