এরদোগানের জন্যে পুতিনের অপেক্ষার ভিডিও ভাইরাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২২, ১০:৫০:২৬ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জন্যে ইরানের রাজধানী তেহরানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৫০ সেকেন্ড অপেক্ষার ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, দুই নেতার বসার জন্য সাজানো রয়েছে চেয়ার।
পেছনে দুই দেশের পতাকা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের জন্য এ সময় অপেক্ষারত রুশ প্রেসিডেন্ট উসখুস করতে থাকেন। একপর্যায়ে দুই হাত একত্রে রেখে মুখে বিভিন্ন অঙ্গভঙ্গি ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
শেষমেশ কক্ষে এরদোগান প্রবেশ করলে পুতিন এগিয়ে গিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।
এ সময় এরদোগান পুতিনকে বলেন, ‘হ্যালো, কেমন আছেন, ভালো?’ এরপর হাস্যোজ্জ্বল দুই নেতা একে অপরের সাথে হাত মেলান।
এর আগে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে বিশ্বনেতাদের পুতিন অপেক্ষা করিয়েছেন। কখনো কখনো তার জন্য বিশ্ব নেতাদের কয়েক ঘণ্টাও পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
তবে এরদোগান ঘটালেন উল্টো। প্রকাশ, ২০২০ সালে মস্কোতে পুতিন বৈঠকে বসার আগে এরদোগানকে ২ মিনিট অপেক্ষায় রেখেছিলেন।
আজ তিনি পুতিনকেই রাখলেন অপেক্ষায়।




