১৩ কিলোমিটার যানজট বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২২, ৮:৩৭:০৭ অপরাহ্ন
চার লেনে গাড়ি ৬০/৭০ কিলোমিটার গতিতে এসে এক লেনে যেতে হচ্ছে
অনুপম নিউজ ডেস্ক: ১৩ কিলোমিটার যানজট তৈরি হয়েছে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত।
পোশাক শিল্প কারখানা খোলায় শুক্রবার হাজার হাজার শ্রমিক কর্মস্থলে ফিরতে শুরু করেছে। একারণে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ বেড়েছে। অনেকেই বাসে যেতে না পারে খোলা ট্রাকে করে গন্তব্যে ফিরছেন। এদিকে যানজটের কারণে সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে রয়েছে যানবাহন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তীব্র গরমের মাঝে।
এর আগে শুক্রবার সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধু সেতু এলাকায় আম বোঝাই ট্রাক উল্টে গিয়ে সকালেও যানজটের সৃষ্টি হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।
টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক এরশাজুল হক জানান, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনে যানবাহন ঢুকতে গিয়ে বাধার মুখে পড়ছে। চার লেনে গাড়ি ৬০/৭০ কিলোমিটার গতিতে এসে এক লেনে যেতে হচ্ছে। এখানে কিছুক্ষণ আটকে থাকায় পেছনের যানবাহনের দীর্ঘ সারি হচ্ছে। ফলে ধীর গতিতে গাড়ি চলছে। আর অতিরিক্ত গাড়ির চাপে টোল নিতেও বেশি সময় লাগছে।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, মহাসড়কে প্রচুর গাড়ির চাপ রয়েছে। তাই ধীর গতিতে যান চলছে। কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি।




