ঋষি সুনাক এগিয়ে বৃটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২২, ১০:৩৫:০৯ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডের ভোটেও ঋষি সুনাক এগিয়ে রয়েছেন।
বৃটেনের প্রভাবশালী সংবাদপত্র গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী দ্বিতীয় দফায় কনজারভেটিভ পার্টি সদস্যের সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন (১০১টি ভোট)। ভারতীয় বংশোদ্ভুত এই রাজনীতিবিদ বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে প্রথম দফায় ৮৮টি ভোট পেয়ে সবাইকে ছাড়িয়ে যান।
দ্বিতীয় দফায় ঋষি সুনাকের পর আছেন জুনিয়র ট্রেড মিনিস্টার পেনি মর্ডান্ট। তিনি পেয়েছেন ৮৩ ভোট। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ৬৪ ভোট, ২৭ ভোট পেয়ে প্রধানমন্ত্রীর দৌড় থেকে বাদ পড়েছেন অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারমান।
আগামী কয়েক দিন কয়েকদফা ভোটের মধ্য দিয়ে যাচাই-বাছাই শেষে এই প্রার্থীদের মধ্যে থেকে চূড়ান্তভাবে দুইজনকে নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্যায়ে ওঠা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের ৮৭৬ সদস্য। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর নাম আগামী ৫ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।




