সিলেটে গরমে ত্রাহি-ত্রাহি অবস্থা, বৃহস্পতিবার আরও বাড়বে তাপমাত্রা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২২, ১২:২৯:১৬ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেটের তাপমাত্রা গত ৬ দিন ধরে রয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। তীব্র গরমে ত্রাহি-ত্রাহি অবস্থা মানুষের। আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।
বুধবার সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, আগামীকাল বৃহস্পতিবার তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। আগামী শুক্রবার থেকে গরমের তীব্রতা কমে আসবে। পাশাপাশি আগামী ১৭ ও ১৮ জুলাই কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট অফিস সূত্রে জানা যায়, গত ৭ জুলাই থেকে সিলেটে তাপমাত্রা বাড়তে শুরু করে। ৭ জুলাই থেকে ৯ জুলাই প্রতিদিন সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ ডিগ্রি সেলসিয়াস। ১০ জুলাই ৩৫ দশমিক ৩ ডিগ্রি, ১১ জুলাই ৩৫ দশমিক ৫ ডিগ্রি, ১২ জুলাই ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
সিলেট আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ বলেন, ‘সমুদ্রে লো প্রেশার সৃষ্টি হয়েছে। সাধারণত সাইক্লোনের পূর্বে এ রকম তাপদাহ হয়। তবে মুনসুনের সাইক্লোন বেশি শক্তিশালী হয় না। এই তাপমাত্রা শুক্রবার থেকেই কমতে শুরু করবে। সিলেটে ১৭ জুলাই থেকে ও সুনামগঞ্জে ১৮ জুলাই তারিখে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’




