কালজয়ী সুরকার আলম খান তার স্ত্রীর পাশে চিরনিদ্রায় শায়িত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২২, ১:৫৭:৪৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : কালজয়ী সুরকার আলম খান তার স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন।
অসংখ্য গানের কালজয়ী সুরকার ও সংগীত পরিচালক আলম খান শেষ শষ্যায় শায়িত হলেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
উপজেলায় মোহাজরাবাদ এলাকায় পাহাড়ের চূড়ায় নির্মিত মসজিদুল আউলিয়া হযরত খাজা শাহ মোজাম্মেল হক (রঃ) এর প্রাঙ্গণে হল তাঁর কবর।
আজ শনিবার সকালে সেখানে জানাজা শেষে ‘জান্নাতুল ফেরদৌস’ নামক কবরস্থানে স্ত্রীর কবরের পাশেই সুরকার আলম খানকে শায়িত করা হয়েছে।
শুক্রবার রাতে পরিবার সদস্যরা ঢাকা থেকে তার মরদেহ শ্রীমঙ্গলে নিয়ে আসেন। ওইদিন সকালে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে তিনি মারা যান। আলম খান ১৯৪৪ সালে সিরাজগঞ্জের বানিয়াগাতি গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। তার স্ত্রী হাবিবুননেছা গুলবানুও ছিলেন একজন গীতিকার।




