আজ থেকে শুরু ঈদুল আজহা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০২২, ৯:৩৯:০৭ অপরাহ্ন
শুরু হলো ঈদুল আজহা আজ ৯ জুলাই থেকে। আজ মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশে আজ মহিমান্বিত এ ঈদ উদযাপন হচ্ছে। বাদবাকি দেশগুলোতে হবে কাল।
নবি ইব্রাহিম আ: এর আল্লাহপ্রেমের পরম কৃতিত্বের দৃষ্টান্ত থেকে এ ত্যাগের উৎসবের ধারা মুসলিম বিশ্বে চলে আসছে। এ ঈদ জানায় পরম করুণাময়ের ভালবাসা একমাত্র সর্বোত্তম অবলম্বন।
আমরা জানি, ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবারের ঈদুল আজহাও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বে উদযাপন হচ্ছে। এবার এমন এক সময়ে এ ঈদ আমাদের মাঝে সমাগত, যখন দেশে করোনার তৃতীয় ঢেউয়ের শংকা বিশেষজ্ঞদের মনে। আমরা অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি গত দুই বছরে। করোনার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডে দুরবস্থা তো আছেই, তার উপর মড়ার ঘা- বিস্তারিত সিলেট অঞ্চল স্মরণকালের ভয়াবহতম বন্যাকবলিত।
এ পরিস্থিতিতে, এ দুঃসময়ে ভালবাসাই উজ্জীবিত করতে পারে আমাদেরকে। সেই উজ্জীবনের বার্তা নিয়ে ঈদ হাজির। ভালবাসার জন্যেই আমরা স্বাস্থ্য সচেতন থাকি, জনসমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, এতেই সকলের জন্যে মঙ্গল নিহিত।
অনুপমনিউজটুয়েন্টিফোর-র পক্ষ থেকে সকল পাঠক-পাঠিকা, বিজ্ঞাপনদাতা, জেলা-উপজেলা, বিভিন্ন দেশের সংবাদদাতা ও দেশ বিদেশের সকল শুভানুধ্যায়ীকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ সহায়।
সম্পাদক




