রুবী হক স্মরণে মিলাদ ও শোক সভা লন্ডনে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২২, ২:০৬:০৫ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, ইংল্যান্ড উইম্যান শাখার সভাপতি, মানবাধিকার নেত্রী, রুবী হকের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয় গত ১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায়।
লন্ডনের হোয়াইটচ্যাপেলের মক্কা গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভাটি
পরিচালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জয়িতা চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন নাসিমা ফেরদৌস রোজ কাজী। তিনি নির্বাহী সভাপতি, ইংল্যান্ড উইম্যান ব্রান্চ, বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন ।
প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা দেওয়ান গৌস সুলতান।
বিশেষ অতিথি ছিলেন ইউকে গভর্নর ও প্রেসিডেন্ট আহাদ চৌধুরী, সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর জাহেদ চৌধুরী, কাউন্সিলর সাইদা চৌধুরী, ইউ কে উইম্যান্স ব্রান্চ BHRC প্রেসিডন্ট সাজিয়া স্নিগ্ধা, সেক্রেটারী লীনা, সহসভানেত্রী মনি, আওয়ামীলীগ নেত্রী হোসনেয়ারা মতিন, নাজমা হোসাইন, রুবি হকের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক বাতিরুল হক সরদার এবং মুজিবুল হক মনি, BHRC-র সহসভাপতি জামাল খান। বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক মুরাদ চৌধুরী, সাংস্কৃতিক নেত্রী স্মৃতি আজাদ, হামিদা ইদ্রিস,
এনামুল হক ঘাতকদালাল নির্মূল কমিটির সভাপতি এনামুল হক ও রাজনীতিবিদ মারুফ আহমেদ, রেদোয়ান হোসেন, রুমানা চৌধুরী (সিইও – হাওয়া টিভি,
বিশিষ্ট শ্রমিক নেতা আবিদুল বাসির প্রশান্ত দত্ত পুরোকায়স্থ বিইএম। সকলের উপস্থিতিতে চমৎকারভাবে গভীর শ্রদ্ধার সাথে শোক সভা সম্পন্ন হয়েছে ।
বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন, ইংল্যান্ড উইম্যান শাখার পক্ষ থেকে আরো ছিলেন রোকসানা সোনিয়া যুগ্ম সম্পাদিকা, সখি খাতুন – সহ সভানেত্রী, রোকসানা পারভিন জোছনা সাংগঠনিক সম্পাদক, ইশরাত জাহান পপি সাংস্কৃতিক সম্পাদক, মিথিলা নাইম অর্থ বিষয়ক সম্পাদিকা। লুৎফরনাহার হীরা আন্তর্জাতিক সম্পাদিকা।