সোনারগাঁয়ে কারখানায় আগুন, ৯ ইউনিট নিয়ন্ত্রণে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২২, ১০:১৭:২৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানায় আগুন লেগেছে। সোমবার সকাল ৮টার দিকে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে আমাদের নয়টি ইউনিট সেখানে গেছে। এরইমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে তারা।
তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।



