মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশে কোরবানির ঈদ ৯ জুলাই
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২২, ৯:১৬:০৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্য থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাই সৌদি আরব, আরব আমিরাত আর মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কিছু দেশে আগামী ৯ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হবে।
বুধবার রাতে সৌদি আরবের হারামাইন শারিফাইন নিউজের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে, জিলহজ মাসের ১৪৪৩তম চাঁদ বুধবার সন্ধ্যায় দেখা গেছে। এই হিসেবে বুধবার থেকেই সৌদি আরব ও আশপাশের দেশগুলোতে জিলহজ মাসের গণনা শুরু হয়ে গেছে। এবার জিলহজের ৯ তারিখ অর্থাৎ ৮ জুলাই আরাফাতের দিবস পড়েছে। আর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৯ জুলাই।
জানা গেছে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মিলিত হবে। এদিন হিজরি সনের চাঁদ দেখা গেলে আগামী ১০ জুলাই দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।




