একদিনে আরও ২ হাজার ২৪১ জন আক্রান্ত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ জুন ২০২২, ১১:৫০:১৭ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪১ জন।
এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ৬০২ জন।
গত এক দিনে মৃত্যু না থাকায়, এখন পর্যন্ত মহামারী করোনায় মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৪৫ জন আছে।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৫ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এই হার ১৫ দশমিক ৪৭ শতাংশ ছিল। গত এক দিনে আরও ১৫২ জন কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে ১৯ লাখ ৭ হাজার ২১৯ জন সেরে উঠলেন।