পদ্মাসেতু উদ্বোধনের তিন দিন বাকি: প্রস্তুত হচ্ছে মঞ্চ, সাজানো হচ্ছে জনসভাস্থল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ১১:১৩:৫৪ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : আর মাত্র তিন দিন বাকি। দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতুর দ্বার উন্মোচন হবে আগামী শনিবার (২৫ জুন)।
দক্ষিণাঞ্চলের পদ্মা বিধৌত জনপদ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হবে । এখন শুধু সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় পদ্মার মাদারিপুর পাড়ের মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় এক বিপ্লব সৃষ্টি হবে। রাজধানী ঢাকা চলে আসবে হাতের মুঠোয়।
এরই মধ্যে পদ্মা সেতুর জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। লাখ লাখ মানুষের জন্য তৈরি করা হচ্ছে নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করার ব্যবস্থা। পয়ঃনিষ্কাশণের জন্য নির্মাণ করা হচ্ছে ৫০০ টয়লেট, থাকছে পর্যাপ্ত পানির ব্যবস্থা। নদীপথে আসা মানুষের জন্য তৈরি করা হচ্ছে ২০টি পন্টুন। সব মিলিয়ে পদ্মাপাড়ে বইছে উৎসবের আমেজ।
পদ্মার চরাঞ্চলের সাধারণ মানুষেরা জানান, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে আত্মীয়-স্বজন বেড়াতে চলে এসেছে এরই মধ্যে। এ এলাকার গ্রামের মানুষের মধ্যে বইছে আনন্দ-উদ্দীপনা। ২৫ তারিখের জন্য সবাই অপেক্ষায় রয়েছে। ঘরে ঘরে যেন ঈদের আনন্দ বইছে।




