বিশ্বনাথে বন্যার কবলে ৫ জন মারা গেছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ১০:২১:২৬ অপরাহ্ন
সিলেট অফিস : বন্যা পরিস্থিতিতে বিশ্বনাথ উপজেলায় নানাভাবে দুর্ঘটনার কবলে পড়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন পানিতে থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে, দুজন নৌকা ডুবে ও দুজন প্রবল স্রোতে পড়ে মারা যান। এদের মধ্যে এক শিশুও রয়েছে। বিশ্বনাথ উপজেলা প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান মঙ্গলবার (২১ জুন) জানান, আমাদের সংগৃহীত তথ্যমতে- দ্বিতীয় দফা বন্যায় বিশ্বনাথে এ পর্যন্ত দুর্ঘটনায় পতিত হয়ে ৫ জন মারা গেছেন। এর মধ্যে একজন পানিতে থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মারা গেছেন। আর দুই নৌকার ধাক্কায় নৌকা ডুবে দুজন মারা যান। তারা দুজন নারী। অন্যদিকে, এক মায়ের কোল থেকে তার একবছরের শিশুসন্তান পানিতে পড়ে স্রোতে ভেসে গিয়ে মারা যায়। এছাড়াও একজন পুুরুষ পানির স্রোতে হারিয়ে গেলে ৩ দিন পর তার লাশ উদ্ধার করা হয়।
নুসরাত জাহান আরও বলেন, এর বাইরেও আরও ঘটনা ঘটতে পারে। মানুষজন নিজে থেকে পুলিশ বা উপজেলা প্রশাসনকে এসব বিষয় জানায় না। আমরা নিজেদের মতো করে তথ্য সংগ্রহ করি।




