বৃষ্টি ছাড়াই কুশিয়ারার পানি বেড়ে ফেঞ্চুগঞ্জের অবস্থা ভয়াবহ, ৫৫ হাজার মানুষ বিপদে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২২, ১২:১৫:৫৫ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বৃষ্টি ছাড়াই উজানের ঢলে দুই দিনের ব্যবধানে কুশিয়ারার পানি বেড়ে পানিবন্দী হয়ে পড়েছে করে ফেলেছে প্রায় পুরো উপজেলা।
বন্যার থাবা থেকে রক্ষা পায়নি উপজেলা উজান এলাকাখ্যাত মাইজগাও ও ঘিলাছড়া ইউনিয়ন। গত দুই দিন উল্লেখযোগ্য বৃষ্টি না হলেও ক্রমাগত বৃদ্ধি পেয়েছে কুশিয়ারা নদীর পানি।
তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ পুর্ববাজার, থানারোড়, পশ্চিমবাজার, মুমিনপুর ও নুরপুর গ্রাম, হাসপাতাল রোড এলাকা। এছাড়াও পানিবন্দী হয়ে পড়েছেন, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের শাইলকান্দি, সুড়িকান্দি, গয়াসী, ভেলকুনা, সুলতানপুর, মানিককোনসহ আশপাশের এলাকা।
আক্রান্ত হয়েছে উত্তর কুশিয়ারা ইউনিয়ন, মাইজগাও ইউনিয়ন, ঘিলাছড়া ইউনিয়ন ও সদর ইউনিয়ন। এর মধ্যে সদর ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ এলাকাই পানির নিচে বলে জানিয়েছেন চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা।
বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন উপজেলার প্রায় ৫৫ হাজার মানুষ। বন্যা আক্রান্ত এলাকায় জনপ্রতিনিধি ও বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান সাহায্য করে যাচ্ছে। ফেঞ্চুগঞ্জে ৫টি ইউনিয়নে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। কেন্দ্রগুলোতে নিয়মিত খাবার দিচ্ছে ব্যক্তি, প্রতিষ্ঠান।



