সিলেটে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখছেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২২, ১২:১৫:০৬ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাদুর্গত এলাকা দেখছেন। ফাইল ছবি
সিলেট অফিস: বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা ঘুরে দেখে ২১ জুন মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে এসে সিলেট সার্কিট হাউসে পৌঁছেছেন।
মঙ্গলবার সকাল ৮টায় প্রধানমন্ত্রী তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলা পরিদর্শনে রওনা হন।
সিলেট মহানগরের জিন্দাবাজার সড়ক ধরে এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর গাড়ি বহর। ছবি: অনুপমনিউজ
হেলিকপ্টারে বন্যাদুর্গত এলাকা দেখে তিনি সিলেটে পৌঁছে সার্কিট হাউসে যান। সেখানে কিছু সময় অবস্থান করে আবারও হেলিকপ্টারে করে বন্যাকবলিত এলাকা দেখতে বের হন।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ।




