ফেঞ্চুগঞ্জ: বাজারের দোকানে দোকানে বাসাবাড়িতে পানি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২২, ১২:২৮:৫৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
প্লাবিত হচ্ছে উপজেলার নিম্নাঞ্চল। ফেঞ্চুগঞ্জ বাজারের বাসাবাড়ি, দোকানপাট, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান-সবখানেই পানি। কোথাও হাঁটুপানি, কোথাও কোমর পানি। এছাড়া বন্যার পানিতে তলিয়ে গেছে বিভিন্ন গ্রামীণ সড়ক।
ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী ভেলকোনা, সুলতানপুর, সুড়িকান্দি, সাইলকান্দি, গয়াসী, পিঠাইটিকর, ছত্তিশ, বারোহাল, বাঘমারা, জেটিঘাট, পূর্ব যুধিষ্ঠিপুর, চানপুর গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
এদিকে পূর্ববাজার, মধ্যবাজার, পোস্ট অফিস সড়ক, থানার রোড পয়েন্টের বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে গেছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার কারণে উপজেলার অর্ধশতাধিক গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় বসবাস করছে। পরিস্থিতি মোকাবিলা করতে উপজেলায় ১৪টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।