‘ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন’ সম্মাননা পেলেন সিলেটের মিকদাদ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ৮:২৫:১৭ অপরাহ্ন
‘ফ্রিডম অফ দ্যা সিটি অফ লন্ডন’ এওয়ার্ড গ্রহণ করছেন মুহি মিকদাদ
লন্ডন অফিস : সিলেটের কৃতি সন্তান মুহি মিকদাদ বৃটেনের সম্মানজনক ‘ফ্রিডম অফ দ্যা সিটি অফ লন্ডন’ এওয়ার্ডে ভূষিত হয়েছেন।
১৩ জুন সোমবার লন্ডননের গিল্ডহলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুহি মিকদাদের হাতে সম্মাননাটি তুলে দেন ক্লার্ক টু দি চ্যাম্বারলেইন।
ইস্ট লন্ডনের বাসিন্দা মিকদাদ সেন্ট জনস এম্বুলেন্সের একজন কোয়ালিফাই কভিড ভ্যাক্সিনেটর। তিনি একজন তরুণ সমাজসেবক। করোনা মহামারীর সময় তিনি প্রায় দুই হাজার ঘন্টা ন্যাশনাল হেল্প সার্ভিস এবং বিভিন্ন সামাজিক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন।
প্রায় তিনশো-র অধিক সদস্য নিয়ে গঠিত লন্ডন স্পোর্টিফ ক্লাবের পরিচালকের দায়িত্ব পালন করছেন মুহি মিকদাদ একজন কোয়ালিফাইড ক্রিকেট কোচ। নিজস্ব ফুডব্যাংক সার্ভিসের মাধ্যমে কমিউনিটির নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে থাকেন। পাশাপাশি তিনি লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির কেরিয়ার লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী স্কুলের শিক্ষার্থীদের সাথে মুহি মিকদাদ
উল্লেখ্য, এ বিরল সম্মান তাদেরকেই দেয়া হয়, যারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে আসছেন যুগ যুগ ধরে। এই পর্যন্ত যারা এ সম্মানে ভূষিত হয়েছেন তাদের মধ্যে মিকদাদ হচ্ছেন সর্বকনিষ্ঠ।
এ সম্মানজনক পুরস্কার ব্রিটেনের রাজ পরিবারের ১১ জন সদস্য পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন, প্রিন্স জর্জ-ডিউক অব ক্যামব্রিজ, প্রিন্সেস ডায়না, প্রিন্স চার্লস-প্রিন্স অব ওয়েলস, প্রিন্স এ্যাডওয়ার্ড-আর্ল অব ওয়াসেক্স প্রমুখ। আরও উল্লেখ্য, উচ্চ মর্যাদার এ পুরস্কার ব্রিটেনের বর্তমান রানী এলিজাবেথ দ্বিতীয় এবং তাঁর মা এলিজাবেথ প্রথম দুজনকেই দেওয়া হয়। (দ্রষ্টব্য) তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, মার্গারেট থেচারসহ ডিউক অব ওয়েলিংটন, নেলসন ম্যাণ্ডেলো, জওহর লাল নেহেরু, আর্চ বিশপ অব ক্যান্টারবেরি, জাতিসংঘের প্রাক্তন মহসচিব কফি আনান পেয়েছেন এ পুরস্কার।
এর আগে মুহি মিকদাদকে শিক্ষা ও সামাজিক কাজে অবদানের জন্য টাওয়ার হামলেটস সিভিক এওয়ার্ড প্রদান করা হয়।
এছাড়া মিকদাদ ২০২১ সালে টাওয়ার হ্যামলেট কমিউনিটি চ্যাম্পিয়ন ও এবছর ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড এলুমিনাই এচিবার পদকে ভুষিত হন।
‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ সম্মাননা পাওয়ার পর মুহি মিকদাদ অনুপমনিউজটোয়েন্টিফোরকে প্রতিক্রিয়া জানান এভাবে- ‘আমার এই সম্মান পাওয়ার মাধ্যমে কমিউনিটির মানুষের কল্যাণে আরও বেশি করে কাজ করা উৎসাহিত করবে।’
তার এই সাফল্য তার নিজের এবং সিলেট তথা পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। তিনি সবাইকে মানবতা ও জনসেবামুলক কাজে এগিয়ে আসার আহবান জানান।
এক ছেলে এক মেয়ের পিতা মুহি মিকদাদ সিলেটে শহরের রায়নগর নিবাসী এডভোকেট কুতুবুদ্দিন আহমেদ এর বড় ছেলে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে মুহি মিকদাদ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আসিদ আলি, বিবিসিসিআই’র লন্ডন রিজিয়ন প্রেসিডেন্ট আবুল হায়াত নুরুজ্জামান, ব্যারিস্টার নুরুল হুদা, মি. চেছন এডওয়ার্ড, নুহ ইবনে ইলিয়াস, রেজাউল করিম মৃধা, বাহার উদ্দিন, জাহাঙ্গীর চৌধুরী ছাড়াও আরো উপস্থিত ছিলেন লন্ডন এন্টারপ্রাইজ হাইস্কুলের ছাত্রছাত্রীরা।

