সিলেটে ডাকাত আতঙ্কে মধ্যরাতে মসজিদে মসজিদে মাইকিং
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২২, ১১:৩৬:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিলেট শহরের কানিশাইল, মেজরটিল্লা, বাঘবাড়ি, শামীমাবাদ,ও আখালিয়া ঘাট এলাকায় ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে এসব এলাকার মসজিদের মাইকে ডাকাত প্রবেশের কথা জানিয়ে সবাইকে সচেতন থাকার ঘোষণা দেওয়া হয়।
ডাকাত আতঙ্কের ঘটনার পর এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মানুষের চিৎকার-চেঁচামেচির শব্দ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ঘটনাস্থলে এসে গণমাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে এসেছি। আপাতত এর বাইরে আর কিছু জানি না। পরে বিস্তারিত জানাব।
তিনি বলেন, কেউ আতঙ্কিত হবেন না। পুলিশ মাঠে আছে।



