সিলেট রেলষ্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ, মাইজগাঁও পর্যন্ত যাওয়া আসা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২২, ৫:২৮:০০ অপরাহ্ন
সিলেট রেলষ্টেশনে বন্যার পানি
সিলেট অফিস : সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ঢাকাগামীসহ অন্যান্য রুটের যাত্রীরা ২৭ কিলোমিটার দক্ষিণে থাকা এ জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেনে করে যেতে পারবেন।
শনিবার (১৮ জুন) দুপুর থেকে এই রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। একইদিন দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা।
সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, বন্যার কারণে বিভিন্ন জায়গায় রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রেল ছেড়ে যাবে ও আসবে।
এদিকে, বৃষ্টি-উজানের ঢল অব্যাহত থাকায় দেশজুড়ে বন্যার ভয়াবহতা বাড়ছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি সিলেট-সুনামগঞ্জে।




