ছাতকে বন্যায় ৫ লাখের বেশি মানুষ পানিবন্দী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ১:৩৫:২৬ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় বিভিন্ন নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে সুরমা ও বটের নদীর পানি শিল্পনগরীর বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্ভোগ বেড়েছে পানিবন্দি এলাকার বানভাসি মানুষের।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতোমধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার তিন লক্ষাধিক মানুষ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সুরমা-মেঘনা স্টেশন ২৬৮, নদনদীর পানি সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদসীমার ২.১৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এক মাসের ব্যবধানে আবারও ও বন্যাকবলিত হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মৎস্য খামার, গ্রামীণ রাস্তাঘাট ও হাটবাজার। উপজেলার সর্বত্রই এখন বন্যার পানি থৈ থৈ করছে। সুরমা, চেলা ও পিয়াইন নদীতে পানিবৃদ্ধি অব্যাহত। উপজেলার সব গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের ছাতক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৫ লক্ষাধিক মানুষ। বন্যায় পানিতে টিউওয়েল পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
ছাতকে শিল্পনগরীতে ৪ দফা ফের বন্যায় উপজেলাজুড়েই বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রায় এক মাসের ব্যবধানে দুটি ফের বন্যায় তলিয়ে গেছে উপজেলার ১৩টি ইউপির বিস্তীর্ণ এলাকা।