সিলেট শহর আবার বন্যা কবলিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২২, ১:১৮:১২ অপরাহ্ন
সিলেট অফিস : সিলেট শহরে ফের বন্যা পরিস্থাতির সৃষ্টি হয়েছে। আবারও পানি উঠে পড়েছে নগরের অনেক এলাকায়।
বুধবার দুপুর থেকেই সিলেট নগরের উপশহর, তালতলা, কালিঘাট, মাছিমপুর, ছড়ারপাড়, তেররতন, ঘাসিটুলাসহ অন্তত ১০টি এলাকা পানিতে তলিয়ে যায়। সময় সময় বাড়ছে এসব এলাকার পাানি। রাতে এসব এলাকার অনেক বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে।
একমাসেরও কম সময়ের ব্যবধানে দুই দফা বন্যায় দুর্ভোগে পড়ছেন নগরের এসব এলাকার বাসিন্দারা। নগরের অপেক্ষাকৃত নিচু ও সুরমা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা সবচেয়ে বিপাকে পড়েছেন।
এদিকে, সিলেটে কতকয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বুধবারও দিনভর বৃষ্টি অব্যাহত ছিলো। অব্যাহত আছে ঢলও। ফলে বেড়েই চলছে নদনদীর পানি। এতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নগরের শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা একজন বললেন, বুধবার দুপুরেই উপশহরের বেশিরভাগ সড়ক তলিয়ে যায়। সন্ধ্যার দিকে বাসায় পানি ঢুকে পড়ে। পানি বৃদ্ধি এখনও অব্যাহত রয়েছে।




