বিশিষ্ট সমাজসেবক পংকি খানের মৃত্যুতে মাল্টিপারপাস সেন্টারের প্রতিষ্ঠাতার শোক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ১০:৩৮:৪৬ অপরাহ্ন
বিশ্বনাথ উপজেলার প্রবীণ মুরুব্বি, সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট শালিসী ব্যক্তি, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সম্মানিত সিনিয়র ট্রাস্টি, আলহাজ্ব পংকি খানসাহেবের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজ সেবক, এম এইচ মাল্টিপারপাস সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুছ ছোবহান। তিনি প্রয়াতের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন।
শোক বার্তায় তিনি উল্লেখ করেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব পংকি খানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার-পরিজনদের মতো আমরাও অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত। তার এই চলে যাওয়া বিশ্বনাথের রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো। বিশ্বনাথের রাজনৈতিক এবং বিভিন্ন ধরনের সামাজিক কল্যাণে তার ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত মিষ্টভাষী, সহজ- সরল এবং সজ্জন প্রকৃতির মানুষ ছিলেন আলহাজ্ব পংকি খান। ব্যক্তিগত এবং সামাজিক জীবনে তিনি আমার একজন নানা ভাই হিসাবে পরিচিত ছিলেন। তার এই চলে যাওয়াতে বিশ্বনাথবাসী একজন জনদরদি সমাজসেবককে হারাল।
শোক বার্তায় তিনি আলহাজ্ব পংকি খানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্যে প্রার্থনা করেন। -বিজ্ঞপ্তি



