সোনিয়া গান্ধী হাসপাতালে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৫:৩৭:৩৮ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক: করোনা সম্পর্কিত জটিলতার কারণে ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী আজ রোববার দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন।
কিছুদিন আগেই তাঁর করোনা ধরা পড়ে৷ ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এক টুইট বার্তায় বলেছেন, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আজ গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হবে।




