৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে যুক্তরাষ্ট্র
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২২, ৩:১৪:৪০ অপরাহ্ন
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ব্যাপক মূল্যস্ফীতি হচ্ছে গত সপ্তাহ থেকে। পৃথিবীর শক্তিধর এ দেশটি ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে পড়েছে। জিনিসপত্রের দামে উর্ধ্বগতি। এ নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, ধীরে ধীরে এ পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আমাদের এর মধ্যেই জীবনযাপন করতে হতে পারে বেশ কিছু দিন। খবর ইউএস নিউজের।
বর্তামানে দেশটিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ শতাংশ। এ অবস্থায় তেমন কোনো আশার আলো দেখাতে পারেননি প্রেসিডেন্ট। সতর্ক করে তিনি বলেন, আমাদের আরও কিছুদিন এই মূল্যস্ফীতি নিয়েই চলতে হবে।
এর আগে মার্কিন অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের ধারণা ছিল, এই মূল্যস্ফীতি খুবই সাময়িক। করোনাকালীন ধাক্কা সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠা গেলে আবারও স্বাভাবিক হবে বাজার। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করে, বর্তমানে আকাশছোঁয়া মূল্য মার্কিন মুলুকে। বিশেষ করে রুশ-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের বিভিন্ন দেশেই মূল্যস্ফীতি ঘটছে। কোনো কোনো দেশে তা ভয়াবহ আকার ধারণ করছে।




