পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করলেন পুতিন নিজেকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২২, ৩:১৫:২০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : রাশিয়ার বিখ্যাত সম্রাট পিটার দ্য গ্রেটের সঙ্গে নিজেকে তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি পিটারের মতোই রাশিয়ার জমি পুনর্দখল করছেন, তার দাবি। পুতিনের এ দাবির তীব্র সমালোচনা করেছে ইউক্রেন।
বৃহস্পতিবার পিটার দ্য গ্রেটের ৩৫০তম জন্মদিন উদযাপিত হয়েছে রাশিয়ায়। এ সম্রাট একসময় বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিলেন। পিটারের গুণগান করতে গিয়ে এক সময় রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনিও পিটারের মতোই দেশের জমি পুনর্দখলের কাজে নেমেছেন। পিটার দ্য গ্রেট পরবর্তীকালে নিজের নাম সেন্ট পিটার্সবার্গ রাখেন। তার নামেই নামকরণ হয়েছে পুতিনের জন্মস্থান সেন্ট পিটার্সবার্গ।
পুতিনের এ মন্তব্য নিয়ে সরব হয়েছে ইউক্রেন। তাদের বক্তব্য, একথা বলে পুতিন দখল করা অঞ্চলকে বৈধতা দিতে চাইছেন। কিন্তু বিশ্ব কূটনীতি তা মানতে পারে না। কূটনীতিকদের ঠিক করে নিতে হবে, কোথায় তারা সীমান্ত চিহ্নিত করবেন। রাশিয়ার দাবি এভাবে মুখ বুজে মেনে নেয়া ঠিক হবে না।
প্রসঙ্গত, গত কয়েকসপ্তাহ ধরে ইউক্রেনের দোনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরদোনেতস্কে তীব্র লড়াই চলছে। রাশিয়া দাবি করেছিল, ওই অঞ্চল তারা দখল করে নিয়েছে। কিন্তু বৃহস্পতিবারও ইউক্রেনের সেনারা দাবি করেন, সেখানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। তারা বলছেন, শহরটি এখনো রাশিয়ার দখলে চলে যায়নি। তবে দোনবাসের একটি বড় অংশ যে এখন রাশিয়ার দখলে, সেটি মেনে নিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারাও। সূত্র : দ্য গার্ডিয়ান, ডয়চে ভেলে




