জগন্নাথপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২২, ৯:২৪:৩৩ অপরাহ্ন
সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে সুরুজ আলী (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুরুজ আলী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর (পশ্চিম পাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে খাওয়া-ধাওয়া শেষে ছোট ছেলে সুজাত মিয়াকে সঙ্গে নিয়ে এক কক্ষে ঘুমিয়ে পড়েন তিনি। বাড়ির অন্য কক্ষে তাঁর স্ত্রী এবং আরেক কক্ষে বড় ছেলে সুজন মিয়া ও তাঁর স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ছোট ছেলে সুজাত হঠাৎ ঘরের বাইরে চলে যান। কিছুক্ষণ পরে সুজাত মিয়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে তাঁর বাড়িতে ডাকাত এসেছে বলে চিৎকার দেন। ডাকাতরা তাঁর বাবাকে হত্যা করছে বলে জানান তিনি। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে বিছানায় গলাকাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার পর নিহত ব্যক্তির ভাই, দুই ছেলে ও এক প্রতিবেশীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।