চট্টগ্রামে বিএম কনটেইনার ডিপোতে আগুন, বিস্ফোরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২২, ১:০৬:১০ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৩০ জন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
আগুন লাগার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএম কনটেইনার ডিপোতে আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনার আছে বলে জানা গেছে।




