পিতা প্রধানমন্ত্রী পুত্র মূখ্যমন্ত্রী অর্থ পাচার মামলায় গ্রেফতার হতে পারেন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২২, ১২:৪০:৪৫ অপরাহ্ন
১৬ বিলিয়ন রুপির অর্থ পাচার মামলায় তাদের গ্রেফতার করতে চায় এফআইএ
অনুপম আন্তর্জাতিক ডেস্ক : পিতা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তার ছেলে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ শরিফ অর্থ পাচার মামলায় গ্রেফতার হতে পারেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেস শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
১৬ বিলিয়ন রুপির অর্থ পাচার মামলায় তাদের গ্রেফতার করতে চায় বলে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) শনিবার লাহোরের বিশেষ আদালতকে জানিয়েছে।
অর্থ পাচার মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা দরকার কি না, আদালতের এমন প্রশ্নের জবাবে এফআইএ’র আইনজীবী বলেন, চালানের তথ্য অনুযায়ী, অধিকতর তদন্তের জন্য তাদের গ্রেফতার করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী শাহবাজ ও মুখ্যমন্ত্রী হামজা এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও দলের নেতাদের ভুয়া মামলায় জড়ানো হয়েছে বলে শুনানি শুরু হওয়ার সময় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) আইনজীবী আমজাদ পারভেজ আদালতে জানিয়েছেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে একই মামলায় দুটি ভিন্ন আদালতে বিচার করা যায় না। কারণ তাদের বিরুদ্ধে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আরেকটি অর্থ পাচার মামলা দায়ের করেছে।