ফেঞ্চুগঞ্জে ভূমি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠান সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২২, ৭:১৮:৫০ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (ভূমি) মোহাম্মদ জাকারিয়া বলেছেন, এখন ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করা সম্ভব হচ্ছে। সরকারের তরফ থেকে ভূমি ব্যবস্থাকে দক্ষ আধুনিক, টেকসই, জনবান্ধব ও সহজতর করে মানুষের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। পুরোদমে ভুমি ব্যবস্থা আধুনিকায়ন করা শেষ হলে সেবা প্রাপ্তদের হয়রানী বন্ধ হবে।
গতকাল ২ জুন ফেঞ্চুগঞ্জে ভুমি সেবা সম্পর্কে অবহিতকরণ, মত বিনিময় এবং গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেছেন তিনি।
ফেঞ্চুগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি মেরিনা দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দীন।
এতে আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ঘিলাছড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বুরহান উদ্দীন সিন্ধু, ইউপি চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, ইউপি সদস্য কবির উদ্দিন, বণিক সমিতির প্রচার সম্পাদক ছালেহ আহমেদ ডালিম, সমাজকর্মী নজরুল ইসলাম মিতন প্রমুখ।



