সমঝোতা বৈঠক : খুলে দেয়া হলো ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২২, ৭:১৯:১৪ অপরাহ্ন
হাসান চৌধুরী : খুলে দেয়া হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা বাগান প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা বৈঠকের পর। ফলে দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থার সমাপ্তি হলো।
গত ৭ মে ১৩ দফা দাবিতে মোমিনছড়া চা বাগানের শ্রমিকরা ধর্মঘট শুরু করেছিল। এ সময় বাগানের চা পাতা বাইরে বের হতে না দেয়ার কারণে কয়েক কোটি টাকার চা পাতা নষ্ট হয়ে যায়। পরে ২৫ মে কর্তৃপক্ষ বাগান বন্ধ ঘোষণা করেছিল।
গত ১৪ মে উভয়পক্ষকে নিয়ে সমঝোতায় বসেছিলেন সিলেটের শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক খুরশেদ আলম। ওই বৈঠকে শ্রমিক পক্ষ সিদ্ধান্ত না মানায় বিষয়টির সুরাহার হয়নি।
গতকাল ১ জুন বাগানের ভেতরে ফের বৈঠক আহ্বান করা হয়। শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ছাড়াও ফেঞ্চুগঞ্জের উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও সীমা শারমীন, ওসি সাফায়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী ও ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান লেইছ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া বাগানের পক্ষে ম্যানেজার রেজোয়ান আলম ও শ্রমিকদের পক্ষে পঞ্চায়েত প্রধান লিটন মৃধাও উপস্থিত ছিলেন।
আলোচনার ভিত্তিতে সমঝোতা হওয়ায় বৈঠকের পর থেকে বাগান খুলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ম্যানেজার রেজোয়ান আলম।




